ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছয় ওষুধের দোকানে লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ছয় ওষুধের দোকানে লাখ টাকা জরিমানা  হাটহাজারীর ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ত্রিবেণী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় ৬টি ওষুধের দোকানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা গেছে, রেজিস্ট্রেশন বিহীন ওষুধের দোকান, ফ্রি স্যাম্পল, লাইসেন্সবিহীন ওষুধ রাখার অপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮  ও ২৭ ধারা ভঙ্গের অপরাধে নিউ মেডিসিন হাউসকে ৩০ হাজার, হাটহাজারী মেডিক্যাল হাউসকে ১২ হাজার, বি আলম ফার্সেসিকে ৩০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসিকে ১০ হাজার, ফেরদৌস ফার্মেসিকে  ৫ হাজার, আল মক্কা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এসময় ঔষধ প্রশাসন অধিদফতরের উপ পরিচালক শফিকুল ইসলাম প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন।

এছাড়াও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।  

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু রায়হান বাংলানিউজকে বলেন, হাটহাজারী উপজেলার ৬টি ওষুধের দোকানকে 'ঔষধ আইন' ১৯৪০ এর ১৮  ও ২৭ ধারা ভঙ্গ করায় ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।