ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রকল্পের টাকা আত্মসাৎ: চিকিৎসক, কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
প্রকল্পের টাকা আত্মসাৎ: চিকিৎসক, কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড  ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় প্রাণিসম্পদ অধিদফতরের ছাগল উন্নয়ন প্রকল্পের শেড তৈরি, ইলেকট্রিক্যাল কাজ ও সীমানাপ্রাচীর তৈরির কাজসহ বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতে দুদকের মামলায় চিকিৎসক, প্রকল্প কর্মকর্তাসহ ৩ জনকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ছাগল উন্নয়ন কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক সহকারী পরিচালক মো. আলী আকবর ও ছাগল উন্নয়ন কর্মসূচির তৎকালীন ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. আলেক মণ্ডল।

আদালত সূত্রে জানা যায়, তিনজনই পরস্পর যোগসাজশে হাটহাজারী থানার পশুসম্পদ অধিদফতরের ছাগল উন্নয়ন প্রকল্পে ২০০৬ সালে শেড তৈরি, ইলেকট্রিক্যাল কাজ ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতির অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে।  

দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় তিনজনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের ৩ মাসের সাজা দিয়েছেন। দণ্ডবিধির ৪৭৭ (ক) ধারায় তিনজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সব কারাদণ্ড একসঙ্গে চলবে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত থাকলেও পরে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।