ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মূল্যতালিকা না থাকায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
মূল্যতালিকা না থাকায় জরিমানা  ...

চট্টগ্রাম: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।  

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চৌধুরী হাটের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মাছ, মুদি ও মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ৫ দোকানকে ৬ হাজার ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এসব জরিমানা করা হয়।

এতে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার আবু রায়হান বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।