ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেহরুবা মাহবুবের ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
মেহরুবা মাহবুবের ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ মেহরুবা মাহবুব

চট্টগ্রাম: দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম ও জামিলা মাহবুবের তৃতীয় কন্যা মেহরুবা মাহবুব ও তার স্বামী তাহমিদুর রহমান লন্ডনের ঐতিহ্যবাহী আইন শিক্ষা প্রতিষ্ঠান লিংকনস ইন্ থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেছেন।  

মঙ্গলবার (১২ এপ্রিল) সিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

তারা উচ্চতর মেধার স্বাক্ষর রেখে গ্রেড অব মেরিট অর্জন করেছেন। তারা সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রেড এবং আরবিট্রেশন আইনের ওপরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

   

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।