চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী সরকারের অধীনে আর কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া।
সম্মেলনে সভাপতি পদে এটিএম হানিফ, সিনিয়র সহ সভাপতি পদে নুরুল হক সাধু, সাধারণ সম্পাদক পদে মো. মনির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন জুয়েল নির্বাচিত হয়েছেন।
বিএনপি নেতা আব্দুর গফুর মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা ডা. গিয়াস উদ্দিন ফারুকী, মোহাম্মদ হোসেন বাবুল, এটিএম হানিফ, মো. আলী দানু, মো. হারুন, নুরুল হক সাধু, আব্দুর রাজ্জাক মুন্সি, এজাবত উল্ল্যাহ, ছালেহ জহুর, মো. ইসমাইল, ইলিয়াস মেম্বার, মো. নাসির মেম্বার ও শেখ আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এমআই/টিসি