চট্টগ্রাম: নগরের আকবরশাহ এলাকায় পোল্ট্রি খাদ্যের দোকানে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে সিটি গেট সংলগ্ন জাবেদ স্টিল মিলের পাশের দোকানে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুই স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২২, ২০২২
বিই/এসি/টিসি