ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের প্রার্থী নিয়ে মন্তব্য, জানিপপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ১, ২০২২
আ.লীগের প্রার্থী নিয়ে মন্তব্য, জানিপপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নাজমুল আহসান কলিমুল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, কুমিল্লা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হককে নিয়ে এক ভার্চ্যুয়াল মাধ্যমে আলোচনায় টাকা দিয়ে মনোনয়ন পাওয়ার অভিযোগ নিয়ে কথা বলার জেরে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবীরের আদালতে কুমিল্লা নগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অপর দুই বিবাদী হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তার।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ১৩ মে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আরফানুল হককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

ইউটিউবে প্রচারিত ওই টক শোতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন  কিনেছেন’ বলে মন্তব্য করেন কলিমুল্লাহ । ‘যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তার জন্য মানহানিকর। ’

বাদীপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ঘণ্টা,০১,২০২২
এমআই/সিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।