চট্টগ্রাম: উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অগ্রদূত বাংলাদেশ সরকারের প্রথম শ্রম ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, মুক্তিযুদ্ধের ইস্টার্ন জোনের চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১ জুলাই) ।
এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এতে সভাপত্বি করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সব কর্মকর্তা, সদস্য, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ৩০ জুন, ২০২২
এমআই/টিসি