ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হৃদক্রিয়া বন্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, অক্টোবর ৭, ২০২২
হৃদক্রিয়া বন্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু  ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে চলন্ত মোটরসাইকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খোরশেদুল আলম (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সুয়াবিল সড়কে এ ঘটনা ঘটে।

 

খোরশেদুল নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল চুরঁখা হাটের মাওলানা কাসেমের ছেলে। তিনি নাজিরহাট জননী ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের পরিচালক।

ফটিকছড়ি পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, খোরশেদুল আলম সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সুয়াবিল টেকের দোকান এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।