ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সিত্রাং মোকাবিলায় প্রস্তুত ২৯০ মেডিক্যাল টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
চট্টগ্রামে সিত্রাং মোকাবিলায় প্রস্তুত ২৯০ মেডিক্যাল টিম ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় মহানগরী সহ ১৫ উপজেলায় ২৯০টি মেডিক্যাল টিম প্রস্তুত রেখেছে সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (২৪ অক্টোবর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

 

তিনি জানান, ঘূর্ণিঝড়ের জরুরি মুহুর্তে সেবা দিতে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিক্যাল টিম কাজ করবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫টি করে মেডিক্যাল টিম, ৯টি আরবান ডিসপেনসারির অধীন ৯টি টিম, চট্টগ্রাম স্কুল হেলথ ক্লিনিকে একটি টিম ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিক্যাল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিক্যাল টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে।  

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছেন জেলা প্রশাসক। সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এ সভা। এছাড়া সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।