ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সামাজিক সুরক্ষায় নতুন ৩ ভাতা ঘোষণা ত্রিপুরার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): সামাজিক সুরক্ষায় আরও খরচ বাড়ানোর পথে হাঁটল ত্রিপুরার বামফ্রন্ট সরকার। আরও তিনটি সাকাজিক ভাতা দেওয়ার জন্য রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে।



এগুলো হলো- ৪৫ বছর বা তার বেশি বয়স্কা বিপিএল (দারিদ্র সীমার নিচে বসবাসকারী) পরিবারের অবিবাহিতা নারীদের মাসে ৪০০ টাকা, ১০০ শতাংশ অন্ধ লোকজনদের (যারা দারিদ্র সীমার নিচে পড়েন) মাসে ৫০০ টাকা, দারিদ্রসীমার নিচে থাকেন না কিন্তু ৮০ শতাংশ প্রতিবন্ধী তাদেরকে ৪০০ টাকা করে মাসিক ভাতা।

এ নতুন তিনটি প্রকল্পে ৭ হাজার ৪৮৭ উপকৃত হবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে রাজ্যে এখন ভাতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬টি।

এতো দিন আগের ১৩টি ভাতায় রাজ্যে উপকৃত হচ্ছিলেন ২ লাখ ২৮ হাজার ২৮৩ জন। এখন ভাতা প্রাপকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৭০ জনে।

রাজ্যে চালু থাকা ১৬টি ভাতার মধ্যে ১৩টিই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে চালায়। বাকি তিনটি চলে কেন্দ্র-রাজ্য যৌথ অর্থে।

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে আসন্ন নির্বাচনে ভোট টানতে সিপিএম রাজ্যের কোষাগারকে ব্যবহার করছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১১, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।