ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর-পূর্ব ভারতে ৩ হাইকোর্ট প্রতিষ্ঠাবিল লোকসভায় পাস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে তিনটি পৃথক হাইকোর্ট প্রতিষ্ঠাবিল লোকসভায় পাস হয়েছে।

ত্রিপুরা, মেঘালয় এবং মনিপুরে পৃথক হাইকোর্ট প্রতিষ্ঠায় ২৬ এপ্রিল এ বিল লোকসভায় পেশ করা হয়।



গত এক পক্ষকাল ধরে তীব্র হট্টগোলের কারণে লোকসভা মুলতুবী থাকায় বিলটি পাস করেতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত কোনো আলোচনা ছাড়াই শুক্রবার ধ্বনিভোটে বিলটি পাস হয়।

এবার বিলটি পেশ হবে রাজ্যসভায়। সেখানে পাস হওয়ার পর রাষ্ট্রপতি বিলে সাক্ষর করবেন। তারপারই তিন রাজ্যে স্থাপন করা যাবে পৃথক হাইকোর্ট।

এদিকে ত্রিপুরার আইনজীবীরা এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন।  

উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে কোনো পৃথক হাইকোর্ট নেই। গুয়াহাটি হাইকোর্টের আওতায় রাজ্যগুলোর মামলার কাজ চলে। এতে সাধারণ মানুষের হয়রানি পাশাপাশি গুয়াহাটি হাইকোর্টে মামলার পাহাড় জমছে।

এ কারণে দীর্ঘদিন ধরে নিজস্ব হাইকোর্ট স্থাপনের দাবি জানিয়ে আসছিল ত্রিপুরার মানুষ। ২৫ বছর আগে কেন্দ্রের কাছে প্রথম এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।