ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শচীনকে সন্দেশের ব্যাটবল দিয়ে রাজকীয় সংবর্ধনা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ১২, ২০১২
শচীনকে সন্দেশের ব্যাটবল দিয়ে রাজকীয় সংবর্ধনা মমতার

কলকাতা : ব্যাট-বলের রাজাকে সন্দেশের ব্যাট-বল দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার ইডেনে শচীন টেণ্ডুলকারকে তার শততম সেঞ্চুরির জন্য দেওয়া উপহারের মধ্যে ছিল রাজকীয় রাজভোগসহ শহরের সেরা মিষ্টি৷

নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে লিটল মাস্টারের গলায় উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



মুখ্যমন্ত্রী বলেন, ‘শচীন সোনার ছেলে। সেই কারণেই আমরা তাকে সোনার ব্যাট-বল উপহার দিয়েছি। আমরা তার কৃতিত্বকে সালাম জানাই। ’

সংবর্ধনা অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই শচীনের জন্য উপহার সাজিয়ে প্রস্তুত ছিলেন অনেকই।  

সংবর্ধনা যখন ক্রিকেটের মহাতারকাকে, তখন মিষ্টি না হলে কি চলে! তাই বিশেষভাবে তৈরি করা হয়েছিল তার নাম লেখা সন্দেশের ব্যাট-বল ৷

সবুজ চিনির গালিচায় শোয়ানো এ ব্যাট-বল ইডেনের প্রাঙ্গণে তুলে দেওয়া হয় শচীনের হাতে৷ ছিল বিশেষ ভাবে তৈরি এক হাঁড়ি রাজভোগ৷ রাজভোগগুলো আকারে বলের থেকেও বড়৷ সংখ্যায় রাজভোগের সংখ্যা ছিল ১০০।

মাঠে আসা দর্শকরা মাস্টার ব্লাস্টারকে বারবার হর্ষধ্বনিতে অভিবাদন জানান। দর্শক ঠাসা স্বর্গীয় ইডেন দেখে বাংলায় শচীন বলেন, ‘ভালো আছি’।

পরে বলেন, ‘বছরের পর বছর ধরে আপনারা যেভাবে আমায় সমর্থন করেছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মে ১২, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।