ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ স্টাডি সেন্টার হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে

তন্ময় চক্রবর্তী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মে ১৪, ২০১২

ঢাকা: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডি সেন্টার খোলার জন্য উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা।



ভারতের ইউজিসি’র ( বিশ্ববিদ্যালয় অনুমোদন কমিশন) কাছে এ মর্মে একটি প্রকল্প পাঠানো হয়েছে বলে জানান তিনি। উত্তর পূর্ব ভারতে কোথায় বাংলাদেশ স্টাডি সেন্টার নেই। আশা করা হচ্ছে ইউজিসি এর অনুমোদন দেবে। প্রয়োজনে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া হবে।

বাংলাদেশ স্টাডি সেন্টার চালু হলে বাংলাদেশ নিয়ে নানা ধরনের গবেষণামূলক কাজ এখান থেকেই চালানো যাবে বলে উপাচার্য জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশুনা করছেন। তিনি বলেন, দু দেশের মধ্যে এ ধরনের আদান প্রদান যতো বাড়বে তত উপকৃত হবে দু’দেশের মানুষজন।  

অরুণোদয় সাহা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও এ ব্যাপারে কথা হয়েছে। তারা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।
ঢাকা, ত্রিপুরা এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে গবেষণামূলক কাজকর্ম এবং শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আদান প্রদান বাড়ানোর বিষয় নিয়েও কথা চলছে বলে তিনি জানিয়েছেন।  

উল্লেখ্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় গত কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মানিক ডি-লিট উপাধি দেয়।

বাংলাদেশ সময়:০৪২৪ ঘণ্টা, মে ১৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।