ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে: মানিক সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
ত্রিপুরায় উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে: মানিক সরকার ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আগরতলা (ত্রিপুরা): দীর্ঘ দিন ধরে শান্ত থাকা ত্রিপুরায় নতুন করে উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে বলে মন্তব্য করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রোববার (৪ জানুয়ারি) সিপিআই এম দলের ত্রিপুরা রাজ্যের মুখপাত্র ডেইলি দেশের কথা পত্রিকার উদ্যোগে এক রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়।

 

রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকায় পত্রিকা অফিসে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় রাজ্যে উগ্রবাদী সমস্যা নতুন করে সৃষ্টির আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, জঙ্গিরা রাজ্যে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। রাজ্য সরকারের কাছে নিশ্চয়ই এ তথ্য রয়েছে। যদি এ তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা। বাইরে থেকে যে সব জঙ্গিরা আসছে তারা কোথা থেকে আসছে, কোন জায়গায় সংঘটিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি রয়েছে। বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় থাকাকালীন এসব বিষয়ে নজরদারি ছিল।  

তিনি বলেন, তখন জঙ্গিদের সঙ্গে মতাদর্শগত লড়াই যেমন চলেছে তেমনি তাদের বিভিন্ন সমস্যার বিষয়ের রাজ্য সরকার কথা শুনতো এবং তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হতো বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে।

মানিক সরকার বলেন, আগে তারা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে রাজ্যের অন্যান্য জায়গায় গোলমাল করার চেষ্টা করতো। জঙ্গিরা যাতে এ কাজে সফল না হতে পারে তার জন্য নিরাপত্তারক্ষী বাহিনীকে করা নির্দেশ দেওয়া হতো। মানুষ শান্তি ও সম্প্রীতি চায় তাই সরকারকে সেই ভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।