ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বারুইপুরে গণধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২

কলকাতা: ফের রাজ্যে গণধর্ষণ। এক কিশোরীকে গণধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে৷

মঙ্গলবার এ ঘটনা ঘটে বারুইপুরের ভাটা কালিকাপুরে।

কিশোরীর বাবার অভিযোগ, বিকেলে যখন তার ১৪ বছরের কিশোরী কন্যা একা বাড়িতে ছিল, সেই সুযোগ নিয়ে এলাকারই তিন যুবক বাড়িতে ঢুকে পড়ে। পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করে। পরে মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বাড়িতে ছিল ১৪ বছরের ওই কিশোরী। সঙ্গে ছিল তার দু’বছরের বোন ৷হঠাৎই বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। ভেতরে ঢুকে জ্বলন্ত অবস্থায় ছটফট করতে দেখা যায় কিশোরীকে।

এলাকার বাসিন্দারাই কিশোরীকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় রাতে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতেই বুধবার ওই এলাকার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। কিশোরীর জ্ঞান ফিরলে তার জবানবন্দি নেবে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।