ঢাকা: ত্রিপুরা থেকে আরও সাত জনকে সম্মাননা জানাবে বাংলাদেশ সরকার। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ত্রিপুরার আরও সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২০ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মাননা পদক প্রদান করা হবে। ত্রিপুরার সাতজন সহ মোট ১৫০ জন ব্যক্তি এবং সংগঠন রয়েছে এই তালিকায়।
ত্রিপরার সম্মানিত এ সাতজন হচ্ছেন- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী মওলানা আবদুল লতিফ ও মনসুর আলি, পাকিস্তানী সেনাদের মর্টার হামলায় নিহত আগরতলার বাসিন্দা সন্তোষ মুখার্জী, দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ভূপেন্দ্র দত্ত ভৌমিক, সাংবাদিক অনিল ভট্টাচার্য এবং বিশিষ্ট চিত্র সাংবাদিক রবিন সেনগুপ্ত।
এই সাত জনের মধ্যে একমাত্র রবিন সেনগুপ্ত জীবিত আছেন। তিনি নিজে উপস্থিত থেকে এই পদক গ্রহণ করবেন। অন্য ছয় জনের নিকট আত্নীয়রা স্ব স্ব ব্যক্তির হয়ে এই সম্মাননা পদক গ্রহণ করবেন।
আমন্ত্রিতদের বৃহস্পতিবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭৫ জন বিদেশি নাগরিককে সম্মাননা পদক প্রদান করে। প্রথম দফা পদক প্রাপ্তদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; এনএস