ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুনীলের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রণবের শোক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২
সুনীলের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রণবের শোক

কলকাতা: সাহিত্যিক সুনীল গাঙ্গুলির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এদিন তিনি মিরাটি গ্রামের বাড়ি থেকে এক শোকবার্তায় বলেন, “ওর অনবদ্য রচনাশৈলী বাঙালির শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

বর্তমানের বাঙালি বুদ্ধিজীবিদের মধ্যে উনিই শ্রেষ্ঠ। সাহিত্য জগতের এই উজ্জ্বল তারকা পতন বাংলা সাহিত্যের শূন্যস্থান পূরণ হওয়ার নয়। ”

সোমবার দিনগত রাত ২টা ৫ মিনিটে জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।