ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুনীলবিহীন গোয়ালপাড়ার ২১ রাজহাঁস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২

কলকাতা : গোয়ালপাড়ার বাড়িতে এখন শুধুই শূণ্যতা। এবার তিনি আসেননি।

প্রতি বছর নিয়ম করে দুর্গা পুজোর সময় এই সবুজের ঘেরা বাড়িটিতে তিনি থাকতেন। পোষা ২১টি রাজহাঁসকে নিজে হাতে খাওয়াতেন।

কবিগুরুর শান্তিনিকেতনের প্রান্তিকের এই বাড়ি জুড়ে এখন শোকের ছায়া ৷শেষবার গত সেপ্টেম্বরে এসেছিলেন সুনীল গাঙ্গুলি। বাড়ির বাগানে শূন্য দোলনা৷। ফুটেছে নতুন গোলাপ ৷একাকী, নিঃসঙ্গ বাড়িটা তার অপেক্ষায়৷ কিন্তু,এখন এ অপেক্ষা, অন্তঃহীন৷

প্রান্তিকের গোয়ালাপাড়ায় এই বাগান বাড়িটির কবি আদর করে নাম রেখেছিলেন ‘একা এবং কয়েকজন’৷ কলকাতা থেকে মাঝেমধ্যেই ছুটে আসতেন এখানে৷ সকাল, সন্ধ্যায় বসত বন্ধু সহযোগে আড্ডা ৷

আড্ডার মধ্যমণি অবশ্যই তিনি ৷শেষবার এসেছিলেন সেপ্টেম্বরে ৷বাগানের ফুল গাছ গুলোর পরিচর্যা করতেন, তেমনই শিশুর মতো খেলায় মেতে উঠতেন বাড়ির ভিতরে পুকুরের হাঁসগুলোর সঙ্গে ৷

তার প্রয়াণে শোকস্তব্ধ  প্রান্তিক ৷ ভারাক্রান্ত হৃদয়ে প্রতিবেশীর স্মৃতিচারণা করলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ৷

বললেন, আমি একা হয়ে গেলাম। পাশের মানুষগুলো কেমন না বলে চলে যাচ্ছে। বাংলা সাহিত্যের সব শাখায় ওর অবাধ বিচরণ ছিল। সাহিত্য জগৎ-এ এ রকম প্রতিভা বার বার আসে না।

বাংলাদেশ সময় :১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।