কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ ব্যবস্থপনায় আগামীকাল বৃহস্পতিবার সাহিত্যিক সুনীল গাঙ্গুলির শেষকৃত্য সম্পন্ন হবে।
বুধবার মহাকরণ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে শেষকৃত্য অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি।
রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের বোস্টনে কর্মরত প্রয়াত সাহিত্যিকের পুত্র শৌভিক কলকাতায় এসেছেন। তিনি ও কবির স্ত্রী স্বাতী দেবীর সঙ্গে আলোচনা করে শেষযাত্রার বিষয়টি ঠিক করা হবে।
আপাতত স্থির করা হয়েছে, পার্ক স্ট্রিটের পিস হেভেন হিমঘর থেকে মরদেহ নিয়ে সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু হবে। সেখান থেকে আনন্দবাজার ও দেশ পত্রিকায় কবির কর্মস্থল ঘুরে বেলা ১১টায় মরদেহ আসবে রবীন্দ্রসদন প্রাঙ্গণে।
সেখানে রাজ্য সরকার ও রাজ্যপালসহ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ থাকবে ১২টা পর্যন্ত।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে আলিপুরের জাতীয় সাহিত্য একাডেমীতে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন।
সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর কেওড়াতলা মহাশ্মাশনে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
আরডি/সম্পাদনা : হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর