ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দশমীর দিন আগরতলার মানিকপুরে জঙ্গি আক্রমণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): দশমীর দিন জঙ্গি আক্রমণের ঘটনা ঘটল আগরতলার মানিকপুরে। লংতরাইভ্যালি মহকুমার একদম সীমান্ত ঘেঁষা এলাকা এটি।

দশমীর সাত সকালেই বৈরীরা লংতরাই ভ্যালির মানিকধর পাড়া থেকে দু’জনকে অপহরণ করে নিয়ে যায়। কিছু দূর গিয়ে বৈরীরা একজনকে ছেড়ে দিলেও অপর একজনকে নিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়। এ ঘটনা ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীমান্তবর্ত্তী এলাকাগুলোতে বৈরীদের আনাগোনা ইদানিং মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় জনমনে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক।

এলাকাগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। কিন্তু ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ধলাই এসপিসহ বিশাল টি এসআর ও পুলিশ বাহিনী। দিনভর চলে চিরুনি তল্লাসী। কিন্তু খবর লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তির কোন হদিশ পায়নি পুলিশ।

ঘটনা বিবরণে জানা গেছে, দুপুরে এনএলএফটি (বিএম) গোষ্ঠীর বৈরী সদস্যদের সরবী দেববর্মার নেতৃত্বে ৭ জনের একটি দল মানিক ধর পাড়ার বাসিন্দা শচিন্দ্র রিয়াং-র বাড়িতে হানা দেয়। সেখান থেকে তার ছেলে পতিরায় রিয়াং (২২) ও শচিন্দ্র রিয়াংকে বন্দুকের মুখে অপহরণ করে নিয়ে যায়।

জানা গেছে, গমনজয় পাড়া, লালজয় পাড়া, রামভদ্র পাড়াসহ বেশ কয়েকটি পাড়া থেকে চাঁদা তুলে দেওয়ার জন্য বৈরীরা শচিন্দ্র রিয়াংকে নির্দেশ দিয়েছিল। কিন্তু শচিন্দ্র রিয়াং তাদের কথাতে আপত্তি জানায়। যার ফলে বৈরীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। কিছুদূর গিয়ে শর্ত অনুযায়ী শচিন্দ্র রিয়াংকে বৈরীরা ছেড়ে দেয়। বলে দেয়, ওই এলাকাগুলি থেকে যদি শচিন্দ্র রিয়াং চাঁদা না তুলে দেয় তাহলে তার ছেলে পতি রায় রিয়াংকে হত্যা করা হবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
প্রতিনিধি/ জেডএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।