কলকাতা: ভারত জুড়ে শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল আজহা৷ দেশের অন্যান্য শহরের সঙ্গে সঙ্গে কলকাতাতেও পালিত হচ্ছে ঈদের অনুষ্ঠান৷
রাজধানী দিল্লি জামে মসজিদ সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়৷ এখানে হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন।
ঈদ পালিত হচ্ছে ফতেপুর, শ্রীনগর, আগরা, চণ্ডীগড়েও৷
কলকাতায় এ উপলক্ষে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জামাত হয় সকাল ৯টায় রেড রোডে।
এছাড়াও খিদিরপুর, গার্ডেনরিচ, আনোয়ারশাহ রোডের কাছে মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারী। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।
ভারত জুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর