ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলা-২০১৩ সুনীলের স্মৃতিতে উৎসর্গ, থিম কান্ট্রি বাংলাদেশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২

কলকাতা: সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হচ্ছে ২০১৩ সালের ৩৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ।



শনিবার বিকালে কলকাতায় এ কথা জানিয়েছেন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, থিম বাংলাদেশ হলেও গোটা বইমেলাই সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীলকে দিয়ে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে৷ তার স্মৃতিতে রাখা হচ্ছে সুনীল স্মারক বক্তৃতা৷ স্মারক বক্তৃতার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিশিষ্ট লেখক বিক্রম শেঠকে৷ প্রকাশ করা হবে সুনীল স্মারক পত্রিকা৷ তার নামেই হবে বইমেলা প্যাভিলিয়ন৷ বইমেলায় গিল্ডের অফিসের নাম রাখা হবে সুনীল গঙ্গোপাধ্যায় ভবন৷

তিনি আরও বলেন, তার নামেই নতুন প্রজন্মের কবি ও সাহিত্যিকদের জন্য সম্মাননা চালু করার সিদ্ধান্তও নিয়েছে গিল্ড কর্তৃপক্ষ৷

উল্লেখ্য, এবার ২০১৩ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা৷ চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত৷

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।