কলকাতা: শারদীয় দুর্গাপূজার পর ঈদ, আর তার মধ্যেই চলে এলো লক্ষ্মী পূজা৷ উৎসবের মৌসুমে কলকাতার নিত্য প্রয়োজনীয় বাজারে এখন অগ্নিমূল্য।
সোমবার কোজাগরি লক্ষ্মীপূজা৷ হিন্দু সম্প্রদায়ের ধনসম্পদের আরাধ্য দেবীর পূজা এদিন।
লক্ষ্মীদেবীর ছোট-বড় প্রতিমা, লক্ষ্মীর পট, পূজার উপাচার ফল থেকে শাকসবজী সব কিছুই প্রায় ধরাছোঁয়ার বাইরে। লক্ষ্মীপূজার আগে ঘরে আলপনা দেওয়া, নাড়ু তৈরি করা, এ সবের চল কলকাতায় ক্রমশ কমছে।
সবাই চাইছেন রেডিমেড জিনিস। তাই, ধানের ছড়া থেকে পদ্মফুল, তিলের নাড়ু, মুড়ির মোয়া থেকে প্রদীপের সলতে-সবই পাওয়া যাচ্ছে এক প্যাকেটে। মিলছে গঙ্গামাটি, রেডিমেড আলপনাও।
এদিন কলকাতার বাজারের পেয়ারার দাম ৫০ রুপি প্রতি কেজি৷ আপেল কেজি প্রতি ৮০ থেকে ১০০ রুপি৷
কেজি প্রতি নাশপাতির দাম ৬০ থেকে ৭০ রুপি৷ ১ কেজি তরমুজের দাম ৩০ থেকে ৪০ রুপি৷ কেজি প্রতি খেজুরের দাম ১০০ রুপি৷ বেদানা ১৪০ রুপি কেজি৷ পানিফল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ রুপিতে৷ এক একটি আনারস বিকোচ্ছে ৩০ রুপি করে৷ এক জোড়া কমলালেবুর দাম ১০ থেকে ১২ রুপি৷
কলা একডজন ৩০ রুপি৷ পাঁকা পেপে ৩০ রুপি প্রতি কেজি। অগ্নিমূল্যের জেরে রীতিমতো পকেটে টান ক্রেতাদের৷
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
আরডি/ জেডএম