কলকাতা : ভারতে বার বার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ঘটলেও পশ্চিমবঙ্গে বাস, ট্যাক্সির ভাড়া না বাড়াতে অনড় ছিলো ক্ষমতাসীন তৃণমূল সরকার। অবশেষে, বেসরকারি পরিবহণের মালিকদের দাবিতে বুধবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার।
এদিন দুপুর আড়াইটে নাগাদ পরিবহণমন্ত্রী মদন মিত্রকে সাথে নিয়ে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।
এদিন তিনি বলেন, ভাড়া বৃদ্ধির জন্য বাস, ট্যাক্সি মালিক সমিতি, পরিবহণ শ্রমিকদের ইউনিয়ান ও যাত্রীদের সঙ্গে আলোচনার পর ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাসে ভাড়া ৪ রুপি থেকে ৫ রুপি, মিনিবাসের ৫ রুপি থেকে ৬ রুপি উঠলেই দিতে হবে। এরপর প্রতি স্টেজে ভাড়া বাড়বে। দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়বে।
ট্যাক্সির ক্ষেত্রে এবার শুরুতেই ২২ রুপির পরিবর্তে ২৫ রুপি দিতে হবে। এরপর প্রতি ধাপে ৩ রুপি করে বাড়বে।
পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গেছে, এদিনই প্রজ্ঞাপন জারি করা হবে। তাতে জানানো হবে, কবে থেকে এই নয়া ভাড়া চালু হবে।
এদিকে এই ভাড়া বৃদ্ধিতে অখুশি বেসরকারি বাস মালিকরা। বাসমালিকদের সমিতির পক্ষ থেকে এদিন তপন ব্যানার্জি বাংলানিউজকে বলেন, আমাদের সাথে আলোচনা না করেই রাজ্য সরকার একতরফা সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]