আগরতলা (ত্রিপুরা): রিয়াং শরণার্থী শিবির থেকে রুপিসহ ধরা পরল তিন জঙ্গি। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে আনন্দবাজার থানার পুলিশ কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করে।
ধৃত জঙ্গিদের কাছ থেকে পুলিশ ভারতীয় ৪৫ হাজার রুপি উদ্ধার করে। ধৃতরা হল পারমুইয়া রিয়াং, পাচুঙ্গ রিয়াং, কম্পারাই রিয়াং, পবনরায় রিয়াং। ধৃত জঙ্গিরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এন এল এফ টি (বি এম) গোষ্ঠীর কট্টর সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এর ফলে মাত্র চার দিনের মাথায় কাঞ্চনপুর থেকে ফের তিন জঙ্গি ধরা পড়ল পুলিশের জালে। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার কাঞ্চনপুর থেকে টাকাসহ দুই জঙ্গিনেতা ধরা পড়েছিল। ধৃত দু’জন এন এল এফ টি’র শীর্ষ নেতা বলে খবর। তাদের নাম মনোজিত রিয়াং এবং পুষ্পরাম রিয়াং। তাদের কাছে পাওয়া গেছে নগদ দুই লক্ষ রুপি।
মিজোরামের জঙ্গি গোষ্ঠীর কাছে এ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবারের ঘটনার পর পুলিশ জানিয়েছিল, মিজোরামের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার এন এল এফ টি জঙ্গিদের সখ্য গড়ে উঠেছে। ত্রিপুরার জঙ্গিরা কিছুটা হীনবল হয়ে পড়ায় তারা চাইছে মিজোরামের জঙ্গিদের সাহায্য নিতে। যার কারণে দু’দিন আগে তিন মিজো জঙ্গি রাজ্যে এসেছিল বৈঠক করতে। পরে তারা পুলিশেরর জালে ধরা পড়ে।
শুক্রবার রাতে রিয়াং শরণার্থী শিবির থেকে ফের তিন জঙ্গি সদস্য গ্রেপ্তারের ঘটনায় পুলিশের সেই বক্তব্যই ঠিক বলে প্রমাণ হল।
কারণ, এসব শরণার্থী মিজোরাম থেকে পালিয়ে আসা। মিজোরাম থেকে পালিয়ে তারা ত্রিপুরার কাঞ্চনপুরে এসে আশ্রয় নিয়েছে। এখন তাদের ব্যবহার করছে ত্রিপুরার জঙ্গি সংগঠনগুলো।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
প্রতিনিধি/ জেডএম