আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের আরও ২২ হাজার পরিবারকে সস্তা দরে চাল দেবে সরকার।
রাজ্য সরকারের এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন খাদ্য মন্ত্রী মানিক দে।
অক্টোবর মাস থেকে ত্রিপুরার ১ লক্ষ্য ২৯ হাজার ৮৩৩ গরীব পরিবার ২২ কেজি চাল ৬ টাকা ১৫ পয়সায় পাচ্ছিল রেশনের মাধ্যমে।
কিন্তু ইদানিংকালে বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট আসে আরও বেশ কিছু পরিবার সস্তা দামে চাল পাবার জন্য আগ্রহ প্রকাশ করেছে। হিসেব করে দেখা যায়, এই সংখ্যাটি ২২ হাজার ৮ জন।
পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এদের বাকি এক লক্ষ ২৯ হাজার পরিবারের সঙ্গে যুক্ত করা হবে। এদের সস্তা দরে চাল দেওয়া হবে।
এই ২২ হাজার পরিবারকে নভেম্বর মাস থেকে ২২ কেজি করে চাল ৬ টাকা ১৫ পয়সা দরে দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
তিনি জানান, অক্টোবর মাসের ২৯ এবং ৩০ তারিখ খাদ্য মন্ত্রীদের নিয়ে এক সম্মেলন হয় দিল্লীতে। সেখানে রাজ্যের খাদ্যমন্ত্রী মানিক দেও উপস্থিত ছিলেন। সেখানে খাদ্য বণ্টন ব্যবস্থা, ফুড সিকিউরিটি বিল, ক্যাশ সাবসিটি এবং খাদ্য গুদাম নির্মাণ নিয়ে বিশেষ আলোচনা হয়।
মানিক দে বলেন, “এর মধ্যে ক্যাশ সাবসিটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অধিকাংশ রাজ্য তাতে বিরোধিতা করে। এর কারণ এ ব্যবস্থা চালু করলে খাদ্য পণ্য নিশ্চিত থাকে না। বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
প্রতিনিধি/জেডএম