কলকাতা: সংবাদপত্রের পর এবার নিষেধাজ্ঞার তালিকায় সিনেমা! টালিউডের পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত তিনকন্যা ছবিটির প্রদর্শনী তুলে নেওয়া হল রাজ্য সরকার পরিচালিত স্টার সিনেমা হল থেকে।
অভিযোগসূত্রে জানা যায়, সিনেমাটিতে সম্প্রতি ঘটে যাওয়া পার্ক স্ট্রিটের গণধর্ষণসহ একাধিক নারী নিগ্রহের ঘটনা থাকায় সরকারের রোষে পড়তে হলো সিনেমাটিকে।
গত শুক্রবার মুক্তি পায় সিনেমাটি। সরকারি নির্দেশে ওই দিন রাতেই স্টার সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হয় সিনেমাটিকে। কলকাতার অন্যান্য প্রেক্ষাগৃহের নামের পাশে পোস্টার, বিজ্ঞাপনে স্টার থিয়েটারের নামও ছাপা হয়েছিলো।
শনিবার টিকিটও বিক্রি হয়ে গিয়েছিলো। কিন্তু ‘তিন কন্যা’র সম্প্রচার না হওয়ায় হতাশ, ক্ষুব্ধ টিকিট কেটে হলে আসা দর্শকরা।
পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এটাকে ‘শকিং’ বলে মন্তব্য করে বলেন, ‘‘সামাজিক বিষয় নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এতে সরকারের আপত্তি রয়েছে কেন?’’
তিনি বলেন, ‘‘ছবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিনয় করেছেন, তিনি গল্পটা জেনেই অভিনয় করেছেন। ’’
সিনেমাটির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘‘তিনটি মেয়ের জীবন নিয়ে ছবিটির গল্প সাজানো হয়েছে। ছবিটি না দেখেই কেনো এই সিদ্ধান্ত। ’’
মেয়র পারিষদ অতীন ঘোষ সরকারি হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,‘‘যাদের লিজ দেওয়া হয়েছে, তারাই ঠিক করে কোন সিনেমা চালাবে, এতে সরকারের কোনো ভূমিকা নেই। ’’
অন্যদিকে, সিনেমাটি সরকার বিরোধী বলে মানতে চাননি স্টার থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত অরিজিৎ দত্ত। শুক্রবার মুক্তি পাওয়ার পর দর্শক ছবিটি বেশ পছন্দ করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/এজে