কলকাতা: বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি বিনিময়ের অংশ হিসাবে শুক্রবার কলকাতায় শুরু হয়েছে দুই বাংলার চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প।
সকাল ১১টায় পার্ক সার্কাসের বঙ্গবন্ধু শেখ মুজিব সরণির বাংলাদেশ উপ-হাইকমিশনে ক্যানভাসে ছবি এঁকে আর্ট ক্যাম্পটির উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।
আর্ট ক্যাম্পটিতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিচ্ছেন রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, মাহমুদুল হক, ফরিদা জামান ও ইয়াসমিন জাহান।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ থেকে অংশ নিচ্ছেন সুনীল দাশ, যোগেন চৌধুরী, প্রকাশ কর্মকার, রবীন মণ্ডল, গনেশ হালুই, শুভাপ্রসন্ন, ধীরাজ চৌধুরী, অভিতাভ সেনগুপ্ত, সুখময় মজুমদার, জয়শ্রী চক্রবর্তী ও জয়া গাঙ্গুলি।
উপ-হাইকমিশনার আবিদা ইসলাম চিত্রশিল্পীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আমরা ৩ বছর ধরে এ আয়োজন করছি। পরের বছর থেকে সরকারিভাবে আর করা সম্ভব নয়। কিন্তু আমরা এটা চালিয়ে যেতে চাই। তাই সব চিত্রশিল্পীদের কাছে আবেদন জানাচ্ছি, প্রত্যেকে যদি ২টি করে ক্যানভাসে ছবি আঁকেন, তা বিক্রি করে সেই অর্থ দিয়ে আমরা এই আর্ট ক্যাম্প পরের বারও করবো। ’’
কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘রাজনীতি নিয়ে বেশি মাথা না ঘামিয়ে, যদি আমরা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের দিকে আরও জোর দিই। তাহলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। ’’
আগামী রোববার পর্যন্ত আর্ট ক্যাম্পটি চলবে। এরপরে নয়াদিল্লিতে আরও একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হবে বলে উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর