ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অবসরপ্রাপ্ত গৃহরক্ষীদের জন্য পেনশন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): অবসরপ্রাপ্ত গৃহরক্ষীদের জন্য মাসিক পেনশন ব্যবস্থা চালু  করেছে ত্রিপুরা সরকার। ভারতের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে হোমগার্ড বা গৃহরক্ষীদের জন্য এই পেনশন ব্যবস্থা চালু করা হল।



আগামী পয়লা ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া চালু হবে।

অবসরপ্রাপ্ত গৃহরক্ষীদের এই পেনশনে মাসিক ৭৫০ টাকা করে দেয়া হবে। এতে উপকৃত হবেন ৫৮৫ জন হোমগার্ড। এর জন্য রাজ্য সরকারের বছরে অতিরিক্ত খরচ হবে ৫৩ লক্ষ টাকা।

রাজ্যের অর্থ সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এই হোমগার্ডরা রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক, উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাসস্থান পাহারা দেওয়ার কাজে যুক্ত। তাদের জন্য পেনশন প্রকল্প ঘোষণায় তারা স্বভাবতই খুশি হয়েছেন।

রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ জানিয়েছেন, সারা দেশে কেন্দ্রীয় সরকার যখন বিভিন্ন পেনশন প্রকল্প তুলে দিতে চাইছে, তখন ছোট্ট ত্রিপুরা স্রোতের প্রতিকূলে গিয়ে অনন্য নজির স্থাপন করছে। বামফ্রন্ট সরকার একদম পেছনে থাকা সরকারি কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।