ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অ্যাথলেট পিঙ্কি পুরুষ- দাবি পুলিশের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২

কলকাতা : এশিয়ান গেমসে সোনাপদক জয়ী ভারতীয় নারী অ্যাথলেট পিঙ্কি প্রামাণিক আসলে পুরুষ। সহবাসে সক্ষম।

মেডিক্যাল রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সোমবার আদালতে চার্জশিটে দিয়ে দাবি করলো পুলিশ।

সঙ্গিনীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ জুন গ্রেফতার করা হয় সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে। এরপর থেকেই প্রশ্ন ওঠে-  পিঙ্কি পুরুষ না মহিলা?

এদিন বারাসত আদালতে দুশো পাতারও বেশি চার্জশিটে পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণ, সহবাস এবং প্রতারণা অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দাবি, স্বামীর মতো অভিযোগকারিণীর সঙ্গে সহবাস করতেন পিঙ্কি। সম্পর্কের কথা প্রকাশ্যে আনলে, পিঙ্কি হুমকিও দিতেন বলে দাবি করেছে পুলিশ।

সাত সদস্যের মেডিক্যাল টিম গঠন করে পিঙ্কির শারীরিক পরীক্ষা করা হয়। ক্রোমোজম পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ভিনরাজ্যে।  

পিঙ্কির মেডিক্যাল রিপোর্টে উল্লেখ রয়েছে, পিঙ্কি পুরুষ। তার যৌনাঙ্গ রয়েছে। তিনি সহবাসে সক্ষম।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৪৯৩, ৩২৫, ৫০৬ এবং ৪২০ ধারায় ধর্ষণ, প্রতারণা, স্বামীর মতো সহবাস, মারধর, ভয় দেখানোসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।