ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নদিয়ায় জগদ্ধাত্রী পূজা নিয়ে অবরোধ, পুলিশের গুলিতে নিহত এক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টে  জগদ্ধাত্রী পূজা করতে দেওয়ার অনুমতির দাবিতে এলাকাবাসীর পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।

বুধবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

তবে গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগদ্ধাত্রী পূজা করার অনুমতি না মেলায় কৃষ্ণনগর করিমপুরে পুর রাজ্যসড়ক অবরোধ করেন এলাকাবাসী।

এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হাসা ঘোষ ও অশোক সেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য কৃষ্ণনগরে নিয়ে আসার পথে অশোক সেনের মৃত্যু হয়।

এ ঘটনার জের ধরে পুলিশের গাড়িতে আগুন দেন এলাকাবাসী। পুলিশের গুলিতে একজন নিহত হবার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশ বাহিনীর বিশাল একটি দল।

এ ঘটনার পরই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে  মহাকরণে বৈঠকে বসেন পুলিশের কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ৷

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিএম নেতা ও সাবেক সাংসদ মহম্মদ সেলিম বলেন, লাঠি-গুলি চালিয়েই সমস্যা মেটাতে চায় রাজ্য সরকার, সরকারে সমন্বয় নেই।

সিপিএম নেতা রবীন দেবের নেতৃত্বে ঘটনাস্থলে রওনা দিয়েছেন বাম প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।