কলকাতা: ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের রেজিনগরের কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের হেভিওয়েট নেতা ও কেন্দ্রীয় রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরীর ঘনিষ্ট হিসেবে পরিচিত এ নেতা শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন।
মুর্শিদাবাদে কংগ্রেসের সব পদ ও বিধায়ক থেকে পদত্যাগ করার কারণ হিসেবে হুমায়ুন কবীর বলেন, কংগ্রেস তার ওপর অত্যাচার করছে। তাই তিনি তৃণমূলে যোগ দিতে বাধ্য হলেন। ১৯ নভেম্বর বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “২১ নভেম্বর রাজ্যের মন্ত্রিসভা সম্পসারণ করা হচ্ছে। তাতে আমি মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছি। আমাকে প্রতিমন্ত্রী করবেন দিদি(মমতা)। ”
এদিকে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের বিধায়ককে নিজ দলে আনতে পেরে তৃণমূল শিবির উল্লসিত।
অন্যদিকে হুমায়ুন কবীর মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরীর খুব কাছের লোক ছিলেন। এ প্রেক্ষিতে ‘এটা কংগ্রেসের কোনো চাল নয় তো’ -বলে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
মুশির্দাবাদের কংগ্রেস সাংসদ ও নেতা মান্নান হোসেন এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “কেউ যদি সামান্য মন্ত্রী হওয়ার লোভে তার দল ছেড়ে দেন, তাকে তো আর জোর ধরে রাখা যাবে না। ’’
তার দলত্যাগে কংগ্রেসে তেমন প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন মান্নান হোসেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
আরডি/ সম্পাদনা: সোহেল রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর