ঢাকা: তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নতুন করে আলোচনার উদ্যোগ গ্রহন করেছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণের আমলে যে সমস্যার সমাধান টানা যায়নি তার জটিলতা নিরসনে পুরনো রাজনৈতিক সহকর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে খোলামেলা আলোচনা করা হবে বলে উল্লেখ করেন সালমান খুরশিদ।
শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিস্তা চুক্তি প্রসঙ্গে মমতার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে সালমান খুরশিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনও ছাপা হয় ভারতের একটি পত্রিকার অনলাইন সংস্করণে ।
ছিটমহল ও সীমান্ত চুক্তিসহ অন্যান্য যেসব বিষয়ে সমস্যা রয়েছে তা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে উল্লেখ করে তিনি বলেন “আগামী চার সপ্তাহের মধ্যেই এ সব ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়বে। ”
গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই তিস্তার পানি চুক্তির ব্যাপারে সমাধান হওয়ার কথা ছিলো, কিন্তু ‘এতে উত্তর বঙ্গের ক্ষতি হবে। ’ এই জিগির তুলে চুক্তির বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। অবশ্য কেন্দ্রের চাপে পশ্চিমবঙ্গের সরকার নদী বিশেষজ্ঞ কল্যান রুদ্রকে তিস্তার পানি প্রবাহের ওপর জরিপ করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছিলো,কিন্তু সেই কাজ এখনও চলছেই।
এরপর কেন্দ্রীয় সরকারের তরফে তিস্তা চুক্তির সমাধানে বহুবার নেওয়া হলেও সফল হয়নি কোনো উদ্যোগই।
এ প্রসঙ্গে খুরশিদ জানান, ‘তিস্তা চুক্তিটি ভারত ও বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ন, আলোচনার পর তা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পারবেন। ’
এছাড়াও তিনি দুদেশের স্থল ও সীমান্ত চুক্তির বিষয়ে বলেন, ‘এ ব্যাপারেও সরকার একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে। ’
বাংলাদেশ সময়:১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: সুফি ইমরান জিতু ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর