আগরতলা (ত্রিপুরা): সিপিএম বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুরে আগরতলার কোর্টে গিয়ে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।
শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ করার অভিযোগ রয়েছে। এজন্য পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়ে একটি মামলা গ্রহণ করেছিল। এই মামলাতেই শঙ্কর প্রসাদ দত্ত শনিবার আদালত থেকে জামিন নেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর জিবি বাজার চত্বরে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে বাজারে উপস্থিত সাধারণ জনগণ আত্মরক্ষার জন্য ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ৭৯ টিলাস্থিত মেমোরিয়াল ক্লাবের ৭/৮ জন সদস্য জিবি বাজারে কালী পূজা উপলক্ষ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে।
এরপর ক্লাবের সম্পাদক ও সভাপতিকে গ্রেফতার করে রাজধানীর পূর্ব থানার পুলিশ। বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত ঐ এলাকার জনপ্রতিনিধি। আটককৃত দুইজনকে ছাড়িয়ে আনতে থানায় গেলে পুলিশের সঙ্গে তার বচসা হয়।
এই ঘটনা চরম আলোড়ন সৃষ্টি করে রাজ্যের রাজনীতিতে। জানা গেছে, শঙ্কর প্রসাদের এই কাজকে সমর্থন করেনি তার দল।
দলের রাজ্য সম্পাদক বিজন ধর প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেন, “বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত ঠিক কাজ করেন নি। একজন কংগ্রেস বিধায়কের মতো আচরণ করেছেন তিনি, যা দুর্ভাগ্যজনক। ”
শঙ্কর প্রসাদ অবশ্য থানায় অন্য কাজে গিয়েছিলেন বলে জানান।
এ ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের যুব সংগঠন শনিবার শঙ্কর প্রসাদ দত্তের গ্রেফতারের দাবিতে রাজধানীর পূর্ব থানা ঘেরাও করে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়/আসিফ আজিজ, নিউজরুম এডিটর