ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

কলকাতা: বাংলাদেশি বইয়ের চাহিদা মেটাতে পাঠকের জন্য বৃহস্পতিবার থেকে কলাকাতায় শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা।

কলকাতার রবীন্দ্রসদন প্রাঙ্গণে গগনেন্দ্র প্রর্দশনশালায় এ বইমেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। শনি ও রোববার সকাল ১১টা থেকেই খোলা থাকবে এই বই মেলা।  

এর পাশাপাশি আগামীকাল শুক্রবার বিড়লা তারামণ্ডল সেমিনার হলে বিকেল ৫টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভার আলোচ্য বিষয় হলো- ‘বাংলা বইয়ের পাঠক ও বাংলা বইয়ের বাজার’। এতে উপস্থিত থাকবেন- সঞ্জয় মুখোপাধ্যায়, কবি পঙ্কজ সাহা, কবি যশোধারা রায় চৌধুরী, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত প্রমুখ।

আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন ও উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। সহযোগিতায় কলকাতা ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার।

আগামী ২৫শে নভেম্বর রোটারি সদনে সন্ধ্যা ৬টায় একটি আলোচনা সভার ব্যবস্থা করেছে বাংলাদেশ উপ-হাই কমিশন। বিষয় ‘সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ুন আহমেদের প্রতি বাঙালি পাঠকের শ্রদ্ধাঞ্জলি। দুই বাংলার বিশিষ্ট বক্তারা এতে অংশগ্রহণ করবেন।

এদিন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আবিদা ইসলাম, প্রথম আলোর সাংবাদিক আনিসুল হক, সময় প্রকাশনার প্রধান ফরিদ আহমেদ। এপার বাংলার পক্ষ থেকে বক্তব্য রাখবেন কবি সুবোধ সরকার, সাংবাদিক দেবাশিস মিত্র, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, প্রকাশক সুধাংশু শেখর দে, কবি প্রসূন ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; এনএস
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।