ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত ৩০

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।

রোববার একটি বাস খাদে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতরা সবাই শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস এনজিসি’র শ্রমিকদের নিয়ে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিলো। আঠারমুড়া পাহাড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের পাশাপাশি দমকল কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর একজনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

আহতদের জয় তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

তেলিয়ামুড়া হাসপাতাল থেকে ২২ জনকে পাঠানো হয়েছে রাজধানীর জিবি হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন নিহতের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।