নয়াদিল্লি: দলবিরোধী মন্তব্যের জন্য প্রবীণ আইনজীবী রাম জেঠমালানিকে বহিষ্কার করতে চলেছে বিজেপি।
বিজেপি সূত্রে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই প্রধানের নিয়োগ নিয়ে বাজে মন্তব্য করেন জেঠমালানি।
রাম জেঠমালানি আরো বলেন, “কারও এতো বড় ক্ষমতা নেই যে, আমার এই মন্তব্যের বিরোধিতা করেন। ”
রাম জেঠমালানিকে দল থেকে বহিষ্কারের জন্য বিজেপির সংসদীয় দল বৈঠক করেছে। যদিও দলীয়ভাবে এখনও কিছুই জানানো হয়নি।
ভারতের বিখ্যাত এই আইনজীবী বর্তমানে রাজ্যসভার বিজেপি সাংসদ।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর