ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতশ’ বুলেট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
আগরতলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতশ’ বুলেট

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার রিভলবার ও থ্রি নট থ্রি রাইফেলের সাতশ’ বুলেট উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ।

সোমবার বিকেলে ত্রিপুরারাজের প্রাসাদ কুঞ্জবনের পাশের টেনিস কোর্টে মাটি খোঁড়ার সময়ে বুলেটগুলো বেরিয়ে পড়ে।



ওই স্থানে বাংলাদেশের মুক্তিবাহিনীর ক্যাম্প থাকার কথা স্মরণ করে মুক্তিযোদ্ধারাই সেখানে ‌এসব বুলেট লুকিয়ে রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে।

বুলেটের গায়ে ‘পি কে’ লেখা ব্র্যান্ডকে পাকিস্তানের পরিচয়বাহী বলে মনে করছে পুলিশ। এছাড়া ৬৫ ও ৭১ লেখা থাকায় এগুলোকে ১৯৬৫ থেকে ১৯৭১ সালের মধ্যে তৈরি বলেও ধারণা করছে তারা।

পুলিশ জানায়, টেনিস কোর্টে কিছু ছেলে মাটি খুঁড়তে গিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মরচে পড়া বুলেটগুলো দেখতে পায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুলেট দেখতে ভিড় জমায় স্থানীয় জনতা।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিইজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।