আগরতলা (ত্রিপুরা): আগরতলায় তিন ব্যবসায়ীকে অপহরণ করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লেবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) । এ নিয়ে গত এক সপ্তাহে ছয়জনকে অপহরণ করলো সংগঠনটি।
সোমবার রাতে মিজোরাম সীমান্তবর্তী রাজীবনগর খুম্পুই এলাকার চাকমা বস্তি থেকে তিন ব্যবসায়ীকে বন্দুকের মুখে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরের দিকে অপহরণের খবর পেয়ে কাঞ্চনপুরে ছুটে যায় পুলিশ।
নির্বাচনের পূর্ব মুহুর্তে রাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধির পাশাপাশি একের পর এক অপহরণের ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।
গত ১৫ নভেম্বর ধলাই জেলার গণ্ডাছড়া থেকে তিন গ্রামবাসী অপহরণের ১২ দিনের মাথায় ফের তিন ব্যবসায়ীকে অপহরণ করলো এনএলএফটি।
এই ঘটনায় ত্রিপুরা এবং মিজোরামের পুলিশ যৌথ অভিযানে নেমেছে। ঘটনার পরই গোটা এলাকাজুড়ে চলছে চিরুনী অভিযান। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর হদিশ পায়নি পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, কাঞ্চনপুর দশদা এলাকার বাসিন্দা শঙ্কর নাথ, স্বপন রায়, গোবিন্দ নাথ উভয়ই মিজোরাম থেকে ত্রিপুরাতে কাঠের লক এনে ব্যবসা করতেন।
প্রতিবারের মতো গত দুদিন আগেও ব্যবসার জন্য এই তিন ব্যবসায়ী মিজোরাম যান। সেখানে কাজ শেষ করে গতকাল সন্ধ্যা নাগাদ রাজ্যের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে সীমান্তবর্তী চাকমা বস্তিতে খাওয়ার জন্য যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার শেষ করে বের হওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী বন্দুকের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।
এই তিন কাঠ ব্যবসায়ী ব্যবসার খাতিরে সন্ত্রাসীদেরকে প্রতিমাসে মাসোহারা দিতেন। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। এমনকি কোনো মুক্তিপণও দাবি করেনি সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
টিসি/সম্পাদনা: সোহেলুর রহমান ও জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর