আগরতলা (ত্রিপুরা): উত্তর পূর্ব ভারতের সর্ব বৃহৎ নার্সিং কলেজ হতে যাচ্ছে ত্রিপুরায়। এর জন্য টাকার বরাদ্দও হয়ে গেছে।
তপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে একটি নার্সিং কলেজ গড়ার জন্য ৫০ কোটি রুপি মঞ্জুর করেছে ডোনার মন্ত্রক।
রাজধানীতে যেখানে ত্রিপুরা মেডিক্যাল কলেজ রয়েছে তার পাশেই গড়ে উঠবে এই নার্সিং কলেজ। মন্ত্রী জানিয়েছেন, ডোনার মন্ত্রকের সচিব এসে এই জমি দেখে গেছেন। উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ জানিয়েছে, ত্রিপুরায় হতে চলা নার্সিং কলেজটি হবে আঞ্চলিক মানের। রাজ্য সরকার তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে।
এই নার্সিং কলেজে একশ’ আসন থাকবে। এখানে নার্সিং নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশুনাও করা যাবে।
কলেজটি চালাবে রাজ্য সরকার। কলেজটি হবে এই অঞ্চলের সর্ব বৃহৎ নার্সিং কলেজ।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১২
প্রতিনিধি/জেডএম