ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিজোরাম সরকারের বিরুদ্ধে ত্রিপুরার অর্থমন্ত্রীর অভিযোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): মিজোরাম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী। প্রকাশ্যেই তিনি বলেছেন, “মিজোরাম থেকে সন্ত্রাসবাদীরা ত্রিপুরায় ঢুকছে।

কিন্তু সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না ওই রাজ্যের সরকার। ”

গত তিনদিন অর্থমন্ত্রী বাদল চৌধুরী পরিদর্শন করেন দামছড়া, খেদাছড়া, কাঞ্চনপুর, দশদা ইত্যাদি এলাকা। এলাকাগুলো মিজোরাম সীমান্তে। ওই এলাকার মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

সেখান থেকে ফিরে এসে অর্থমন্ত্রী বাদল চৌধুরী তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “মিজোরাম থেকে সন্ত্রাসবাদীরা রাজ্যে ঢোকার চেষ্টা করছে। সম্প্রতি মিজোরাম থেকে রাজ্যের তিন ব্যবসায়ীকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা। এ ঘটনার পর মিজোরামকে যে জঙ্গিরা ব্যবহার করছে, তা স্পষ্ট হয়ে যায়। ”

মন্ত্রী জানান, ওই সব এলাকার মানুষজন তাকে জানিয়েছেন, সীমান্ত এলাকায় অপরিচিত লোকজন ঘোরাফেরা করছে। সন্ত্রাসবাদীরা চেষ্টা করছে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অশান্তি সৃষ্টির।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।