ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের হরতালের রেশ আগরতলাতেও

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবিতে জামায়াত ইসলামীর ডাকা হরতালের রেশ এসে পরেছে আগরতলাতেও।

মঙ্গলবার আগরতলা থেকে ঢাকাগামী বাসটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত রওনা দিতে পারেনি।

প্রতিদিন বেলা ১২টায় যাত্রীবাহী বাসটি আগরতলার টি আর টি সি স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

কিন্তু মঙ্গলবার বাংলাদেশে চলা হরতালের কারণে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি রওনা হতে পারেনি।

এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে বাস ডিপোতেই অপেক্ষা করছেন তারা। কর্তৃপক্ষ বলছেন বাংলাদেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই বাস নিয়ে রওনা হবেন তারা ।

এদিকে সীমান্ত বাণিজ্যেও প্রভাব পড়েছে বাংলাদেশের হরতালের। মঙ্গলবার প্রায় কোন পণ্যই আসেনি বাংলাদেশ থেকে। এ নিয়ে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।