আগরতলা (ত্রিপুরা): দ্বিতীয় বিসর্জন লেখার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গের সাংসদ দীপা দাসমুন্সি।
শনিবার বিকেলে যুব কংগ্রেস আয়োজিত আগরতলার আস্তাবল ময়দানের সমাবেশে তিনি বলেন, “প্রথম বিসর্জন নাটক লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রাজ্যে বাম সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়ে এ দিনের এ সমাবেশ আয়োজন করেছিল প্রদেশ যুব কংগ্রেস। রাজ্যের বিভিন্ন স্থান থেকে কংগ্রেস সমর্থকরা গাড়ি বোঝাই করে আসেন সমাবেশে। সাম্প্রতিক সময়ের মধ্যে শনিবারের সমাবেশই হচ্ছে কংগ্রেসের সব চেয়ে বড় জনসমাবেশ।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এ সমাবেশ করল কংগ্রেস।
সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি। তিনি তার বক্তৃতায় বলেন, ত্রিপুয়ার দীর্ঘ বাম শাসনে নারী নির্যাতন বেড়েছে। এখানে মহিলারা সুরক্ষিত নন। মহিলাদের কোন অধিকার নেই।
দীপা অভিযোগ করেন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার সব জেনে-বুঝেও চুপ করে আছেন। নারীদের সুরক্ষার ব্যপারে তেমন কোনো উদ্যোগ নেন না।
তিনি বলেন, “বাম সরকারকে হটিয়েই মহিলারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে এ রাজ্যে। ”
এ সময় তিনি বাম শাসনের অবসানে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান।
সমাবেশে কংগ্রেসের অন্য নারী নেত্রীরাও বক্তব্য রাখেন।
এদিনের সমাবেশে পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। তিনি বলেন, “গত ১৯ বছর এই রাজ্যে বামফ্রন্ট সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। বেকার সংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়ছে দরিদ্রতা। কিন্তু, কোনো হুঁশ নেই সরকারের। এ সরকারকে বিদায় করেই নতুন জনদরদি সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর সেই সরকার হবে কংগ্রেসের। ”
বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর