আগরতলা (ত্রিপুরা) : বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাজ্যের প্রধান খুচরো বাজার। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার বেশি।
আগরতলা শহরের কেন্দ্রস্থলেই রয়েছে বটতলা উদ্বাস্তু বাজার। রাজ্যের সবচেয়ে বড় খুচরো বাজার এটি।
বৃহস্পতিবার গভীর রাতে ১৩টি দোকান পুরে ছাই হয়ে যায় ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা নাগাদ হঠাৎ বটতলা বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পায় নৈশ প্রহরীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
আগরতলা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় ছাড়াও বাধারঘাট মহারাজগঞ্জ বাজার, বড়দোয়ালী থেকে মোট ১৬টি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিদ্যুতের সটসার্কিট থেকেই থেকে এই অগ্নিকান্ড বলে জানান ফায়ার সার্ভিস আগরতলা স্টেশন ইনচার্জ পুলিন বিহারী দাস।
বাংলাদেশ সময় : ১৬২৭ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর