আগরতলা (ত্রিপুরা): আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে শুরু হচ্ছে রোবটিক সার্জারি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর রোবটিক সার্জারির সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার এটি চালু করছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী এ খবর নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, “জিবি হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সম্ভবত আগামী এক বছরের মধ্যে এ পরিসেবা চালু হবে। ”
তিনি জানান, ‘‘আগামী অর্থবছর থেকেই রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবিতে চালু হবে জেনেরিক মেডিসিন। ’’
তপন চক্রবর্তী জানান, ‘‘সার্জারির দুনিয়ায় রোবটিক সার্জারি খুবই অত্যাধুনিক। এতে খরচ একটু বেশি। রোগী সকালে অপারেশন করে বিকেলেই চলাফেরা করতে পারেন। আর অস্ত্রোপচারে রক্ত ঝরার সম্ভাবনাও নেই। সবদিক থেকেই রোগী নিরাপদ। ’’
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর রোবটিক সার্জারি রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এটি শুরু করবেন বলে মন্ত্রী জানান।
তিনি জানান, ‘‘এতে খরচ হবে ১৫ থেকে ১৬ কোটি রুপি। শুরুতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর রোবটিক সার্জারির শল্য চিকিৎসকরাই সার্জারি বা অপারেশন করবেন। পরবর্তী সময়ে রাজ্যের ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]