আগরতলা(ত্রিপুরা): রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসছে নির্বাচন কমিশনের একটি পূর্ণাঙ্গ টিম। এদিকে বৃহস্পতিবার সকালে রাজ্যে এসেছেন আট সদস্যের একটি পর্যবেক্ষক দল।
রাজ্যের ভোটার তালিকা নিয়ে ব্যপক অভিযোগ তোলে বিরোধী দল কংগ্রেস। গত ২১ ডিসেম্বর কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মণ এবং বিধায়ক সুবল ভৌমিক দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করে ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানান। তারা নির্বাচন কমিশনারকে বলেন, একশ শতাংশ নির্ভুল ভোটার তালিকা ছাড়া নির্বাচন করা যাবে না।
শেষ পর্যন্ত কমিশন আরেক দফায় পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক আরও আট পর্যবেক্ষক আসেন বৃহস্পতিবার সকালে। তারা প্রতি জেলায় ঘুরে ঘুরে ভোটার তালিকা দেখবেন। পাশাপাশি ভোটার তালিকা নিয়ে যে সব অভিযোগ তোলা হয়েছে তা সরেজমিনে তদন্ত করবেন।
এর আগেও তিন দফায় নির্বাচনী পর্যবেক্ষক দল এসে রাজ্য ঘুরে গেছেন। ভোটার তালিকা দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর