ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বামপন্থীদের বাসে হামলার পর মমতার জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
বামপন্থীদের বাসে হামলার পর মমতার জরুরি বৈঠক

ঢাকা: বামপন্থীদের বিক্ষোভ সমাবেশগামী বাসে হামলার পর জরুরি বৈঠকে ডেকেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সংবাদ মাধ্যম জানায়, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (সিপিএম) নেতা রেজ্জাক মোল্লার উপর হামলার প্রতিবাদ ও তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারের দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশগামী বাসের উপর হামলা করে দুর্বৃত্তরা।



বামপন্থীদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে সন্ধ্যায় সরকারের উচ্চপর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে দেখা করবেন বাম নেতারা।

এই অবস্থায় অসুস্থ হলেও নিজের কার্যালয়ে পৌঁছেছেন মমতা।
খুব শিগগির তিনি এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবেন বলে তাঁর কার্যালয় সূত্র থেকে জানানো হয়।

সংবাদ মাধ্যম জানায়, কলকাতার ৩০ কিলোমিটার দূরে বামুনঘাটা এলাকায় সমাবেশগামী বাসে ইট-পাটকেল ও বোমা নিক্ষেপ করা হয়। এ সময় অনেকেই বাসের ভেতরে আটকা পড়েন।
তবে, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।