ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিজোরামে নেশার বলি ১১ যুবক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  মিজোরামে নেশার বলি হলেন ১১ যুবক। গত ১৯ দিনে মাত্রারিক্ত ড্রাগ নিয়ে তারা মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।



ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে একটি মিজোরাম। ত্রিপুরার সঙ্গে এ রাজ্যের সীমান্ত রয়েছে উত্তরপূর্ব দিকে। রাজ্যের সঙ্গে সীমান্ত সম্পর্ক রয়েছে মিয়ানমারের। ভারতের মধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রথম রাজ্যটি।

গত ১৯ দিনে অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলেই রাজ্যের ১১ যুবক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অচৈতন্য অবস্থায় বেশ কিছু যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে মারা গেছেন ১১ জন।

মনে করা হচ্ছে, ইংরেজি নতুন বছর, বড় দিন এসব অনুষ্ঠানের আনন্দে তারা অতিমাত্রায় নেশা জাতীয় দ্রব্য সেবন করেছিল। যার পরিণতি এই মৃত্যু। আরও কয়েক যুবক এখনও রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।