ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসে নতুন বিপাক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল আই এন পি টি।
এদিকে আই এন পি টির সঙ্গে জোট নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসের উপজাতি নেতারা।

তাদের বক্তব্য কংগ্রেসের উপজাতি নেতাদের সাথে কোন রকম কথাবার্তা না বলেই আই এন পি টির সাথে জোট গঠন করা হয়েছে। আই এন পি টি কে ১২ আসন ছাড়ারও তীব্র বিরোধিতা করেছেন এই নেতারা। সব মিলিয়ে রাজ্য কংগ্রেসের সমস্যা যেন কাটতেই চাইছে না।

আই এন পি টির প্রার্থীরা হলেন, সিমনা কেন্দ্রে-রবীন্দ্র দেব বর্মা, মান্দাই বাজার- জগদীশ দেব বর্মা, টাকারজলা-রাজেশ্বর দেববর্মা, গোলাঘাটি-অঘোষিত, রামচন্দ্রঘাত-অনন্ত দেব বর্মা, আশারাম বাড়ি-অমিয় কুমার দেব বর্মা, বাগমা-জ্যোতিষ জমাতিয়া, অম্পি-নগেন্দ্র জমাতিয়া, করবুক-দর্জরাই ত্রিপুরা, রাইমাভ্যালী-নক্ষত্র জমতিয়া, আমবাসা-বিজয় কুমার রাঙ্খল।

আই এন পি টি ত্রিপুরার একটি আঞ্চলিক দল। উপজাতি অংশের মানুষকে নিয়েই তাদের সংগঠন। গত প্রায় এক দশক ধরে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে এই দলটি কংগ্রেসের সাথে আঁতাত করে নির্বাচন করছে।

তবে এবার আসন সমঝোতা নিয়ে দুই জোট শরিকের মধ্যে কিছুটা মতান্তর হয়। আই এন পি টির দাবি ছিলো ১৫টি আসন। কিন্তু কংগ্রেস আই এন পি টি’র জন্য হাতের আসন ছাড়তে রাজি ছিলো না। এনিয়ে গত ছয় মাস ধরে দুই জোট শরিকের মধ্যে চলে তীব্র টানাপড়েন।

শেষ পর্যন্ত দিল্লি থেকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা ১২টি আসন খালি রেখে বাকি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। গত দু’দিন বারো আসন নিয়েও আই এন পি টির মধ্যে তীব্র অসন্তোষ চলে। শেষপর্যন্ত উভয় দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকে আই এন পি টি বারো আসনেই দাঁড়াতে রাজি হয়।

কিন্তু এখন আবার কংগ্রেসের উপজাতি নেতারা নতুন করে এই জোটের বিরোধিতা করছেন। তাদের বক্তব্য উপজাতি এলাকায় আই এন পি টির শক্তি আগের মতো নেই। তাই তাদের বারো আসনে দাঁড়াবার কোন অধিকার নেই।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।